প্রকাশিত: Fri, Dec 15, 2023 10:18 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:04 AM

[১]নির্বাচন কমিশনে সশরীরে এসে আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দিলেন আমু

এম এম লিংকন: [২] এ সময় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবী দাবি করে বলেন, অভিযোগটি মিথ্যা ছিল। 

[৩] তবে, এ বিষয়ে ১৪ দলের মুখপত্র আমুর কাছে জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্ট। 

[৪] পরে এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ওখানে যে রিপোর্ট এসেছে, তাতে কমিশন মনে করে আচরণবিধি লঙ্ঘিত। এখন তার প্রমাণ দেওয়ার পর মনে হয়েছে লঙ্ঘিত হয়নি। তারপরও তাকে বিষয়টিতে সতর্কতার সঙ্গে দেখার জন্য বলেছে কমিশন। তিনি সেটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন।

[৫] শুক্রবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার এবং ইসির সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে লিখিত ব্যাখ্যা দেন আমু।

[৬] এদিকে আমির হোসেন আমু আচরণবিধি লঙ্ঘনের কি ব্যাখা দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, উনার স্বপক্ষে বক্তব্য দিয়েছেন। যে রিপোর্ট এসেছে ভিডিওতে, তার দুটি অংশ। একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঘরোয়া অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আরেকটি অনুষ্ঠান ছিল স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, সেখানে তিনি মূলত কোনো বক্তব্য দেননি। উনি উনার আসনে ছিলেন অল্প কিছুক্ষণ। গান বা এ জাতীয় অনুষ্ঠান, এরপর তিনি চলে গেছেন। যার কারণে ভবিষ্যতে তিনি বিষয়টি নিয়ে আরও সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। সম্পাদনা: ইকবাল খান